জেএফএ কাপের সেমিফাইনালে টাঙ্গাইল
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বের ‘খ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে টাঙ্গাইল জেলা।
রবিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের সাতক্ষীরাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। প্রথম ম্যাচে তারা কুমিল্লা জেলাকে ৭-০ গোলের ব্যবধানে হারিয়েছিল। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করায় সেমিফাইনাল নিশ্চিত হয় তাদের।
এদিন ৮ মিনিটেই টাঙ্গাইলের মাহফুজা গোল করে এগিয়ে নেন দলকে। ১১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন শিরিন। আর ৬৮ মিনিটে নওশান জামান গোল করে টাঙ্গাইলের জয় নিশ্চিত করেন।
অন্যদিকে এই হারে বিদায় নিশ্চিত হয়েছে সাতক্ষীরা জেলার। প্রথম ম্যাচে তারা ময়মনসিংহের কাছে ১১-০ গোলের ব্যবধানে হেরেছিল। আজ টাঙ্গাইলের কাছে ৩-০ ব্যবধানে হার মানল।
বাছাইপর্বের ছয়টি ভেন্যুর ছয় চ্যাম্পিয়নের সঙ্গে সেরা দুই রানার্স-আপ দলসহ মোট আটটি দল চূড়ান্তপর্বে অংশ নিয়েছে। ১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।
বেস্ট বায়োস্কাপ স্পোর্টস
৫ নভেম্বর ২০১৭
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017