আসলেই কি ‘ধুম ৪’ এ থাকছেন শাহরুখ?
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: ২০০৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ধুম। মুক্তি পেয়েই চারিদিকে ধুম মাচিয়ে দিয়েছিল। এরপরের দুই কিস্তিও ছিলো দারুণ ব্যবসাসফল। দেখা গিয়েছে হৃত্বিক রোশন ও আমির খানের মতো তারকাদের।
সুপারহিট ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ধুম ৪ খুব শিগগিরই আসছে। ছিবিতে কে থাকবেন তা নিয়ে এখন জোর জল্পনা বলিউডে। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের নাম।
তবে শাহরুখ জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত এমন কোনও ছবিতে সই করিনি। প্রথমে আনন্দ রাইয়ের ছবির কাজ শেষ করব। অনুষ্কা শর্মা আর ক্যাটরিনা কাইফের ডেট নষ্ট হোক এমনটা চাই না।’
তিনি আরও বলেন, ‘যশরাজ ফিল্মসের পক্ষে কোনও প্রস্তাব পাইনি। ওরা শুধু আমায় বলেছিল। আমি করণ জোহর, আদিত্য চোপড়া এবং আমার সমস্ত পরিচালক বন্ধুদের বলেছি যে, ডিসেম্বর পর্যন্ত অন্য কোনও ছবির কথা ভাবতে পারছি না। ওরাও আমার কথা বুঝেছে।’
তাই শেষ পর্যন্ত ধুমের মতো ব্লকবাস্টার হিট ছবিতে বাদশার রোম্যান্স-অ্যাকশন দেখা যায় কিনা, তা এখনই বলা যাচ্ছে না।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
৭ নভেম্বর ২০১৭
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017