‘হালদা’ একটি সিনেমার নাম
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: তিতাসের মতোই হালদা একটি নদীর নাম। সেই হালদা পাড়ের মানুষের জীবন আর সংগ্রামটাই রুপালি পর্দায় তুলে ধরেছেন নির্মাতা তৌকির আহমেদ। নাম দিয়েছেন ‘হালদা’। আগামী ১ ডিসেম্বর সারাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগে প্রকাশিত হল ট্রেলার।
ট্রেলার মুক্তির পরই সামাজিক মাধ্যমে চলছে সেটা নিয়ে আলোচনা। অনেকেরই মতে, সাম্প্রতিক সময়ে এমন গল্প নিয়ে কোনও বাংলা সিনেমা তৈরি হয়নি। ‘হালদা’ অনেকটাই আলাদা। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। পোস্টার, গান, টিজারের পর এবার ট্রেলার মুক্তি পেল।
ছবিটিতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। সেই ভাষাতেই নির্মাতা স্পষ্ট করার চেষ্টা করেছেন বাংলার নদী পাড়ের মানুষর সংগ্রামী জীবন। প্রকৃতি ও মোড়লদের বিরুদ্ধে যুদ্ধ করে কীভাবে টিকে আছে জেলে সম্প্রদায়। প্রান্তিক অঞ্চলের মানুষের দুঃখ, আনন্দ, বেদনা সবই চিত্রায়ন করেছেন এই ছবিতে। শুধু তাই নয়, বাংলার প্রায় হারাতে বসা গৌরবজ্জ্বল ঐতিহ্য’র ছোঁয়াও সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
৭ নভেম্বর ২০১৭
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017