বিপিএলে বিদেশি ব্যাটসম্যানদের দাপট
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের সিলেট পর্ব। এখন পর্যন্ত ব্যাট হগাতে দাপট দেখিয়েছে বিদেশি ব্যাটসম্যানরা। সিলেট পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষ সাতজনই বিদেশি।
তালিকায় সবার উপরে আছেন স্বাগতিক সিলেট সিক্সার্সের লঙ্কান খেলোয়াড় উপুল থারাঙ্গা। ৪ ম্যাচের ৪ ইনিংসে ব্যাট করে ৩টি হাফ-সেঞ্চুরিতে ১৯৬ রান করেছেন তিনি। দু’টি ম্যাচে সেরাও নির্বাচিত হয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৬৯ রান।
৪ ম্যাচের ৪ ইনিংসে ১৫১ রান নিয়ে তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন থারাঙ্গার ওপেনিং পার্টনার সিলেট সিক্সার্সেরই ক্যারিবিয়ান খেলোয়াড় আন্দ্রে ফ্লেচার। টুর্নামেন্টে সিলেটের প্রথম তিন ম্যাচে থারাঙ্গার সাথে ১২৫, ৭৩ ও ১০১ রানের জুটি গড়েন এই ব্যাটসম্যান।
২ ম্যাচের ২ ইনিংসে ১১৮ রান নিয়ে তালিকার তৃতীয়স্থানে চিটাগং ভাইকিংসের কিউই খেলোয়াড় লুক রঞ্চি।
বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রান রংপুর রাইডার্সের মোহাম্মদ মিথুনের। ২ ম্যাচের ২ ইনিংসে ৬৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান ৪৬। তালিকার আট নম্বরে আছেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
সিলেট পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানরা :
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
১০ নভেম্বর ২০১৭
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017