পিএসএল মাতাবেন ৪ বাংলাদেশি টাইগার
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: রবিবার লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান।
এদিন ৫০১ জন স্থানীয় ও বিদেশি খেলোয়াড়ের ড্রাফট থেকে চূড়ান্ত হয়েছে দল। বাংলাদেশ থেকেও এবারের ড্রাফটে ছিল ১৬ জনের নাম, তাদের মধ্যে নিলাম থেকে দুজনকে নিয়েছে দুটি দল। ড্রাফট থেকে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তামিম ইকবাল। সাকিব আল হাসানকে পেশাওয়ার জালমি ও কোয়াটা গ্লাডিয়েটর্স মাহমুদউল্লাহকে ধরে রাখায় সব মিলিয়ে চার বাংলাদেশি প্রতিনিধিত্ব করছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
নতুন আসরের জন্য তামিমকে ছেড়ে দিয়েছিল পেশাওয়ার। আবার তাকেই ফিরিয়ে আনলো বতর্মান চ্যাম্পিয়নরা। আবারও একসঙ্গে দেখা যাবে সাকিব-তামিমকে।এনিয়ে টানা তৃতীয় আসরে পেশাওয়ারে খেলছেন তামিম। প্রথম আসরে ৬ ম্যাচে ২৬৭ রান করে দলের শীর্ষ ব্যাটসম্যান ছিলেন এই বাঁহাতি ওপেনার।
মাহমুদউল্লাহ এবারও খেলবেন কোয়েটা গ্লাডিয়েটর্সের জার্সিতে। তাকে ধরে রেখেছে গত দুইবারের রানার্সআপরা। গতবার দলটির হয়ে এনামুল হক বিজয় ফাইনাল খেললেও এবার তাকে নেয়নি কোনও দল।
প্রথমবার পিএসএল খেলার অভিজ্ঞতা হবে কাটার মাস্টার মোস্তাফিজের। খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। বাংলাদেশি পেসার তার সতীর্থ হিসেবে পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস লিন ও সুনীল নারিনের মতো অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটারদের।
আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর। গত দুইবার পাঁচটি দল নিয়ে প্রতিযোগিতা হলেও এবার হবে ছয় দলের লড়াই। নতুন করে যোগ দিয়েছে মুলতান সুলতানস, যার অধিনায়ক শোয়েব মালিক ও কোচ টম মুডি।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
১৩ নভেম্বর ২০১৭
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017