২০১৮ বিশ্বকাপে এখন পর্যন্ত নিশ্চিত যারা
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: বিশ্বকাপ ফুটবলের আর এক বছরই বাকি নেই। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। এখন পর্যন্ত চূড়ান্ত পর্ব নিশ্চিত করছে ২৮টি দল। লড়াই হবে মোট ৩২টি দলের মধ্যে।
ইউরোপ: বেলজিয়াম, ইংল্যান্ড, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, রাশিয়া (স্বাগতিক হিসেবে), সার্বিয়া, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, সুইজারল্যান্ড ও ক্রেয়েশিয়া।
আফ্রিকা: মিসর, সেনেগাল, মরক্কো ও তিউনিশিয়া।
এশিয়া: ইরান, জাপান, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া।
উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল: কোস্টারিকা, মেক্সিকো, পানামা ও যুক্তরাষ্ট্র।
দক্ষিণ আমেরিকা: ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া।
আগামী ১৫ নভেম্বর বুধবার আরো চারটি দল চুড়ান্ত পর্বের মনোনয়ন পাবে। এদের মধ্যে ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ থেকে দুটি এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে দুটি।
ইউরোপীয় প্লে-অফে প্রতিদ্বন্দ্বিতা করবে সুইডেন ও ইতালি এবং ডেনমার্ক ও আয়ারল্যান্ড। আন্তমহাদেশীয় প্লে-অফে প্রতিদ্বন্দ্বিতা করবে পেরু ও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ও হুন্ডুরাস।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
১৩ নভেম্বর ২০১৭
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017