বিশ্বকাপে ইতালির অনুপস্থিতিতে হতাশ ম্যারাডোনা
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: আগামী বছর বিশ্বকাপের মূল পর্বে ইতালির বিদায়ে হতাশ আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। নিজের ফেসবুক পেজেই তিনি একথা জানান তিনি।
ম্যারাডোনা লিখেছেন, ‘বিশ্বকাপে ইতালি যেতে না পারায় আমি সত্যিই দারুণ হতাশ। ইতালিয়ানরা সব সময়ই বিশ্বকাপে বাড়তি একটি আমেজ নিয়ে উপস্থিত হয়। আমি প্লে-অফের ম্যাচটি দেখেছি। আমার কাছে মনে হয়েছে সুইডেন যেভাবে চাচ্ছে ইতালি ঠিক সেভাবেই খেলছে। বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বীতা প্রতিবারই আরো কঠিন হচ্ছে।’
রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়া বিশ্বের অন্যতম সেরা দল ইতালির জন্য সত্যিই দারুণ দু:খজনক ঘটনা। বলেও মন্তব্য করেন তিনি।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি সোমবার সুইডেনের সাথে ইউরোপীয়ান প্লে-অফের দ্বিতীয় লেগে গোলশুন্য ড্র করে দুই লেগ মিলিয়ে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আগেই বিদায় নেয়।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
১৫ নভেম্বর ২০১৭
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017