টিনটিনের কার্টুনচিত্র বিক্রি হলো চার কোটি টাকায়
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: সারাবিশ্বেই টিনটিন অত্যন্ত জনপ্রিয় এক নাম। ক্ষুদে এই সাংবাদিকের রহস্যে ভরা রোমাঞ্চকর গল্প পৃথিবীর কোটি কোটি শিশুকে বিনোদিত করে। সম্প্রতি নতুন এক রেকর্ড গড়েছে এই কার্টুন চরিত্রটি। এই কমিকের একটি ড্রইং এর দাম প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার! অর্থাৎ টাকার অংকে প্রায় চার কোটি টাকা।
সম্প্রতি ইন্ডিয়া ইঙ্ক মানে স্রেফ কালো কালিতে আকা টিনটিন ও তার কুকুর স্নোয়ির দুর্লভ এক ড্রইং প্যারিসে এক নিলামে প্রায় পাঁচ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ব্রিটিম সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ছবিটি বেলজিয়ান কার্টুনিস্ট এয়ার্জের আকা ১৯৩৯ সালের কমিক অ্যালবাম কিং ওটোকার’স সেপটার থেকে নেয়া। একই শিল্পীর আকা আরেকটি কমিক স্ট্রিপ দ্য শুটিং স্টার এর একটি ড্রইং বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ ডলারে।
তবে টিনটিনের অ্যাডভেঞ্চার ‘ডেসটিনেশন মুন’ এ একজন মার্কিন নভোচারীর স্বাক্ষর থাকলেও এখনো কোন ক্রেতা আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে কমিকসটি।
ঐ নিলামে এয়ার্জের আকা স্কেচ, ড্রইং এবং বই তোলা হয়েছে বিক্রির জন্য।
বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় কমিক চরিত্রগুলোর মধ্যে টিনটিন অন্যতম। ক্ষুদে রিপোর্টার টিনটিন, তার মাথায় টিকির মতো বাঁকানো লালচে-সোনালী চুল, আর সঙ্গী কুকুর স্নোয়ি, নানারকম অ্যাডভেঞ্চার করে বেরায়।
টিনটিন-এর প্রথম বইটি প্রকাশিত হয়েছিল ১৯২৯ সালের জানুয়ারি মাসে। এ পর্যন্ত ৯০টি ভাষায় অনুবাদ করা হয়েছে এই ক্ষুদে সাংবাদিক ও তার কুকুরের নানারকম অ্যাডভেঞ্চারের কাহিনী। সারা পৃথিবীতে ২০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে এই কমিক বই।
কার্টুন চরিত্র হিসেবেও সমান জনপ্রিয় এই চরিত্র। গত বছর প্যারিসে টিনটিনের আরেকটি কমিক বই এক্সপ্লোরার অন দ্য মুন বিক্রি হয়েছে প্রায় সাড়ে ১৬ লাখ ডলারে। ২০১৬ সালেই হংকং এ টিনটিনের আরেকটি ড্রইং টিনটিন ইন সাংহাই নিলামে বিক্রি হয়েছে ১২ লাখ ডলারে।
বেস্ট বায়োস্কোপ কমিকস
১৯ নভেম্বর ২০১৭
- টিনটিনের কার্টুনচিত্র বিক্রি হলো চার কোটি টাকায় - November 19, 2017
- ক্যাপ্টেন প্ল্যানেট, দূষণের বিরুদ্ধে লড়াই করা সুপারহিরো - September 30, 2016
- পঞ্চাশ পেরিয়ে এখনো সতেজ যেসব কার্টুন - September 22, 2016