সবার ওপরে মাহমুদুল্লাহ রিয়াদ
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: মুশফিকুর রহিমকে পেছনে ফেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক এখন মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের প্রথম ও টুর্ণামেন্টের ২৫তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৬ বলে ৫৯ রান করে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক হন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ।
রংপুরের বিপক্ষে খেলতে নামার আগে বিপিএলে মাহমুদুল্লাহ’র রান ছিলো ৫৭ ম্যাচের ৫৩ ইনিংসে ১২৭৭ রান। এসময় ৫৩ ম্যাচে ৪৯ ইনিংসে ১২৯২ রান নিয়ে সবার উপরে ছিলেন রাজশাহী কিংস ও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
তবে আজ খুলনার বিপক্ষে ৫৯ রান করে মুশফিকুরকে পেছনে ফেললেন মাহমুদুল্লাহ। এখন তার রান ১৩৩৬। ৩৭ ম্যাচে ৩৬ ইনিংসে ১০৬৯ রান করে তৃতীয় স্থানে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২৫ নভেম্বর ২০১৭
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017