বিপিএল ২০১৭: শেষ চারে উঠলো যারা
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ২০১৭ এর শেষ চার। খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের পর শেষ চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।
রবিবার নিজেদের ১১তম ম্যাচ জিতে মোট ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থেকে শেষ দল হিসেবে শেষ চার খেলা নিশ্চিত করেছে মাশরাফি রংপুর। রংপুরের কাছে হারলেও আগেই নির্ধারিত হয়ে ছিলো খুলনার ভাগ্য। ১১ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা।
এছাড়া ১০ ম্যাচে ৮টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার পরেই আছে সাকিবের ঢাকা। ১১ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট ঢাকা ডায়নামাইটসের।
পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে চিটাগং ভাইকিংস। ১১ ম্যাচে মাত্র দু্ইবার জয়ের দেখা পেয়েছে বন্দর নগরীর দলটির। ৮ ম্যাচ হারায় তাদের পয়েন্ট মাত্র ৫। তাদের একটু উপরেই রাজশাহী কিংস। ১১ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তাদের।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
৩ ডিসেম্বর ২০১৭
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017