বিপিএল ২০১৭: সবচেয়ে বেশি ক্যাচ মাহমুদুল্লাহ রিয়াদের
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের লিগ পর্ব। লিগ পর্বে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। লিগ পর্ব শেষেও সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে বিদেশি ব্যাটসম্যানরা। বোলিংয়ে শীর্ষে বাংলাদেশিরা।
তবে সর্বোচ্চ ক্যাচ ধরেছেন বাংলাদেশিরা। সর্বোচ্চ ১৩টি ক্যাচ নিয়ে এই তালিকায় শীর্ষে খুলনার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। ৯টি ক্যাচ নিয়ে দুইয়ে খুলনার আরিফুল হক। সিলেটের সাব্বির সমান ক্যাচ নিয়ে তিন নম্বরে।
এছাড়া এক ইনিংসে সর্বোচ্চ চারটি করে ক্যাচ ধরেছেন সিলেটের সাব্বির রহমান, ঢাকার ক্যামেরন ডেলপোর্ট ও রংপুর রাইডার্সের অ্যাডাম লিথ।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
৭ ডিসেম্বর ২০১৭
Latest posts by Sports Reporter (see all)
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017