বিপিএল ২০১৭: সবচেয়ে বেশি ছক্কা লুইসের
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের লিগ পর্ব। লিগ পর্বে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। লিগ পর্ব শেষেও সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে বিদেশি ব্যাটসম্যানরা।
ব্যাটিংয়ে যেহেতু বাংলাদেশি ব্যাটসম্যানদের করুণ দশা, তাই ছক্কা মারার দৌঁড়ে তারা পিছিয়ে থাকবেন এটাই স্বাভাবিক। ছক্কার দৌঁড়ে সবার ওপরে আছেন ঢাকা ওপেনার এভিন লুইস। ১০ ম্যাচে ২৩টি ছক্কা মেরেছেন তিনি। ২১টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে লুক রনচি। তৃতীয় স্থানে থাকা কার্লোস ব্র্যাথওয়েট মেরেছেন ১৮টি ছক্কা। চতুর্থ স্থানে ক্যারিবিয়ান কায়রন পোলার্ড মেরেছেন ১৬টি। এবং ক্যারিবীয় দানব ক্রিস গেইল ১৫টি ছক্কা মেরে আছেন পঞ্চম স্থানে। পরের চারটি নামও বিদেশি। একমাত্র দেশি ক্রিকেটার হিসেবে সেরা দশে আছেন এনামুল হক বিজয়। ১০ নম্বরে থাকা বিজয় ছক্কা মেরেছেন ১১টি।
রান সংগ্রাহকের মধ্যে শীর্ষে পাঁচের মধ্যে চতুর্থস্থানে রয়েছেন রংপুরের মোহাম্মদ মিথুন। শীর্ষে আছেন রংপুরের ইংল্যান্ডের খেলোয়াড় রবি বোপারা।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
৭ ডিসেম্বর ২০১৭
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017