দুই কীর্তির সামনে দাঁড়িয়ে মুশফিক
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: চট্টগ্রামে টেস্ট সিরিজ শুরুর আগে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ব্যাট হাতে ৩১ রান করলেই বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ফরম্যাটে ৪ হাজার রান পূর্ণ করবেন মুশফিক। আর ৮১ রান করলেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী হবেন তিনি।
৪০৪৯ রান নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের তালিকায় সবার উপরে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তামিম ৫৬ ও মুশফিক ৬৪টি ম্যাচ খেলেছেন। মুশফিক পিছিয়ে আছেন মাত্র ৮১ রানে।
বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ২১৯ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিলেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। উইন্ডিজ সিরিজেই যে এই কীর্তি গড়ার সম্ভাবনা ইনফর্ম ব্যাটসম্যান মুশফিকের।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২১ নভেম্বর ২০১৮
Latest posts by Sports Reporter (see all)
- বিপিএল টি-২০: রোল অব অনার - February 9, 2019
- তামিমের ব্যাটে কুমিল্লার দ্বিতীয় শিরোপা - February 9, 2019
- বিপিএল ২০১৯: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রোড টু ফাইনাল - February 8, 2019