এবার পোশাকে ভাইরাল দিপীকা
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: ৭২তম কান উৎসবে উদ্ভট রূপে দেখা দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পড়ুকোন। ‘Living a Lime Green Life…’ শিরোনামে এবারের কান উৎসবে ২য় দিনে আয়োজন করা ফ্যাশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। আর সেই ভিডিও পোস্ট করার সাথে সাথে ভাইরাল হয় ভিডিওটি।
প্রিয়াঙ্কা চোপড়ার পথেই হাঁটছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী।
দীপিকার ভিডিওতে দেখা যায় টিয়া রঙের একটি লম্বা পোশাকে সেজেছেন তিনি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে তিন জন তার পোশাক পেছন থেকে ধরে নিয়ে যাচ্ছেন।
পোশাকটি এতোটাই লম্বা আর প্রস্থে অদ্ভুত যে কেউ কেউ ভিডিওটির মন্তব্য করেছেন এভাবে, ‘সরে দাঁড়াও দীপিকা নামক ট্রেন আসছে।’ কেউ লিখেছেন, ‘তোমরা যা শুরু করেছো, ফ্যাশনের জন্য পোশাক নাকি পোশাক ফ্যাশনের জন্য সেটা বোঝাই দায়।’
বেস্ট বায়োস্কোপ বিনোদন
১৯ মে ২০১৯
Latest posts by Cinema Bioscope (see all)
- শেষ হলো তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’র শুটিং - October 3, 2019
- পুজায় অরণ্য পাশার ‘যদি না পারো দিতে সিঁদুর’ - October 2, 2019
- প্রশংসার জোয়ারে ভাসছে ‘জোকার’, এবার মাতাবে ঢাকা - October 1, 2019